মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি – মোবাইলে ফন্ট পরিবর্তন করার নিয়ম

মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি

মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি – বর্তমানে স্মার্টফোনের ডিফল্ট ফন্ট অনেকেই পছন্দ করেন না। সুন্দর সুন্দর বাংলা ফন্টের মাধ্যমে মোবাইলের অসাধারণ সব লুক দেয়া যায়। যে কোনো মোবাইলে নিজের পছন্দ মত বাংলা ও ইংরেজি ফন্টের পরিবর্তন করা যায়।

বন্ধুরা, আমাদের আজকের আর্টিকেলে আপনাদের জানাবো – মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি গুলো সম্পর্কে। আপনারা যারা মোবাইলের ডিফল্ট ফন্ট পরিবর্তন করতে চান তারা আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়ে ফেলুন।

মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি

মোবাইলে বাংলা ফন্ট পরিবর্তন করতে পারবেন কোনো প্রকার রুট করা ছাড়াই। আগের ফোন গুলোতে মোবাইলের ফন্ট পরিবর্তনের জন্য রুট এর প্রয়োজন হতো। বর্তমান স্মার্ট ফোন গুলোতে একটি মাত্র এপ ব্যবহার করে মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করা যায়।

মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার জন্য গুগল ফন্ট থেকে আপনার পছন্দের একটি ফন্ট ডাউনলোড করে নিতে হবে। এর পরে প্লে স্টোর ‘Z font ‘এপ থেকে মোবাইলের ফন্ট পরিবর্তন করতে হবে। আপনি যদি ভালো ভাবে না বুঝে থাকেন তাহলে নিচের ধাপ গুলো অনুযায়ী কাজ করুন –

১ম ধাপ – ফন্ট ডাউনলোড

আপনাকে প্রথমে ফন্ট ডাউনলোড করতে হবে। আপনার পছন্দ মতো বাংলা ফন্ট আপনি ‘লিপিঘর’ অথবা ‘গুগল ফন্ট’ ওয়েবসাইটে পেয়ে যাবেন। ফন্ট টি ডাউনলোড করে একটি আলাদা ফোল্ডারে রাখুন।

২য় ধাপ – ফন্ট এপ ইন্সটল

মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি এর জন্য এবার আপনাকে একটি এপ ইন্সটল করতে হবে। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ‘z font 3’ লিখে। অথবা আপনি চাইলে এখানে ক্লিক করে সরাসরি প্লে স্টোর এর মাধ্যমে ইন্সটল করে নিতে পারেন।

আরো পড়ুন – ওয়ালটন এসি কিস্তিতে কেনার নিয়ম – সহজ উপায় কিস্তিতে এসি কিনুন

শেষ ধাপ – ফন্ট পরিবর্তন

এবার আপনাকে মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি গুলো অনুযায়ী মোবাইলে কাস্টম ফন্ট যুক্ত করে নিতে হবে। এর জন্য নিচের স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন –

১।’z font 3’’ এপটি ওপেন করুন।

২। এবার উপরের কর্ণার এর 3 ডট ম্যানু তে ক্লিক করুন

মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি

৩। এখান থেকে ‘Setting’’ অপশনে ঢুকুন

৪। এবার ‘’Default Font’’ অপশনে ক্লিক করুন

মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি

৫। এবার ‘’GET STARTED’’ অপশনে ক্লিক করুন

৬। এবার এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দিন।

মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি

এবার এপটি কেটে দিয়ে আবার পুনরায় ওপেন করুন।

৭। ওপেন করার পর ‘’Local’’ অপশনে ক্লিক করুন

মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি

৮। এবার প্লাস অপশনে ক্লিক করে আপনার পছন্দের ফন্টটি যে ফোল্ডারে রেখেছেন সেখান থেকে যুক্ত করে নিন।

মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি

৯। এবার ফন্ট টি এখানে দেখতে পাবেন। ফন্ট পরিবর্তনের জন্য ফন্টের উপর ক্লিক করুন।

মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি

১০। এবার ‘’Apply’’ অপশনে ক্লিক করুন

মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি

১১। সবার প্রথমে থাকা ‘’Auto’’ অপশন টি সিলেক্ট করুন।

মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি

১২। এবার ‘’CHANGE FONT’’ অপশনে ক্লিক করে দিন

মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি

১৩। এবারে নিচের দিকে ‘’APLLY’’ অপশন পাবেন সেটা সিলেক্ট করে দিন। ব্যস হয়ে গেল আপনার ফন্ট পরিবর্তন।

মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি

উপরের নিয়ম গুলো অনুযায়ী সহজেই আপনারা মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি ফলো করতে পারবেন। তবে মোবাইলের মডেল ও ব্রান্ড অনুযায়ী একটু অন্য ভাবেও করতে হতে পারে। যদি মোবাইলের বাংলা ফন্ট পরিবর্তন এর ক্ষেত্রে কোনো অসুবিধা হয় তাহলে মন্তব্য করে জানান আপনার মোবাইলের নাম।

আরো পড়ুন – ওয়ালটন এসির দাম – Walton AC Price 2023

আমাদের শেষ কথা

মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি আর্টিকেলে আপনাদের দেখালাম কিভাবে আপনারা সহজেই মোবাইলের ডিফল্ট ফন্ট টি সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। এর পরেও কোনো সমস্যা দেখা দিলে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ আর্টিকেল টি পড়ার জন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *