বিবাহের ছুটির জন্য আবেদন – নিজের বিবাহ অথবা নিজের পরিবারের কারো বিবাহ এর ক্ষেত্রে ছুটি নেয়ার জন্য আপনাকে অবশ্যই দরখাস্ত লিখতে হবে। বিবাহ এর জন্য ছুটি নেয়া আমাদের সবসময় দরকার হয় না বলে আমরা অনেকেই বিবাহের ছুটির জন্য আবেদন লেখার নিয়ম গুলো ভুলে যাই।
আমাদের আজকের আর্টিকেলে দেখাবো কিভাবে আপনারা নিজ পরিবারের কারো বিয়ে অথবা নিজের বিয়ের জন্য কিভাবে বিবাহের ছুটির জন্য আবেদন করবেন সে সম্পর্কে। এখানে আমরা বিবাহের ছুটির জন্য আবেদন এর নমুনা দিয়ে দেব।
বিবাহের ছুটির জন্য আবেদন
বিবাহের ছুটির জন্য আবেদন করার জন্য আপনাকে আবেদন পত্রের নিয়ম অনুযায়ী লিখতে হবে। যদি পরিবার এর কারো জন্য বিবাহের ছুটির জন্য আবেদন করেন তাহলে নিচের নমুনা অনুযায়ী আবেদন করতে পারেন –
বোনের বিয়ের জন্য প্রধান শিক্ষকের নিকট বিবাহের ছুটির জন্য আবেদন নমুনা
তারিখ
প্রধান শিক্ষক
উত্তরা কলেজ
উত্তরা, ঢাকা
বিষয়ঃ বোনের বিয়ের জন্য ছুটির আবেদন
জনাব,
আমি আপনার কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ এর একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমার একমাত্র বোনের বিয়ের অনুষ্ঠান আগামী ২৩ আগস্ট ২০২৩ তারিখে নির্ধারণ করা হয়েছে। বিবাহ অনুষ্ঠান শুরুর দিন থেকে শেষ তারিখ পর্যন্ত মোট ০৪ দিনের ছুটি দেয়ার জন্য অনুরোধ করছি। যাতে আমি আমার বোনের বিয়ের অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করতে পারি।
অতএব জনাবের নিকট আকুল আবেদন, এই যে উক্ত ০৪ দিনের ছুটির অনুমতি প্রদানে বাধিত হবে।
বিনীত
রাফি
ক্লাশ – একাদশ
বিভাগ – বিজ্ঞান
রোল –
দরখাস্ত লেখার নিয়ম- বিভিন্ন ধরনের দরখাস্ত নমুনা -2023
নিজের বিবাহের ছুটির জন্য আবেদন এর নমুনা
তারিখ
বরাবর
ওয়ালটন গ্রুপ ম্যানেজার
ওয়ালটন
ঢাকা, বাংলাদেশ
বিষয়ঃ বিবাহের ছুটির জন্য আবেদন।
জনাব,
আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন। আমি মো. রাফি, জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার, ওয়ালটন গ্রুপ। অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি, আগামী ১০-৪-২০২৩ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। এ কারণে আমার ১০-৪-২০২৩ থেকে ২০-৪-২০২৩ তারিখ পর্যন্ত মোট ১০ দিনের ছুটি আমার একান্ত প্রয়োজন।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে আমাকে উক্ত ১০ দিনের ছুটি বিবেচনায় নিয়ে যেন মঞ্জুর করেন।
নিবেদক
মো. রাফি
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার
ওয়ালটন গ্রুপ