বাংলা নববর্ষ অনুচ্ছেদ – সকল ক্লাসের জন্য (৭ম,৮ম,১০ম,ইন্টার)

বাংলা নববর্ষ অনুচ্ছেদ

বাংলা নববর্ষ অনুচ্ছেদ রচনা – বাংলা নববর্ষ অথবা পহেলা বৈশাখ অনুচ্ছেদ রচনা সকল শ্রেণীর জন্য, বাংলা নববর্ষ অনুচ্ছেদ রচনা বিশেষ করে ক্লাস ১০ ও ইন্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ।  তাই আমাদের আজকের আর্টিকেলে একদম সহজ ভাবে প্রতিটি ক্লাসের জন্য বাংলা নববর্ষ অনুচ্ছেদ রচনা।

বাংলা নববর্ষ অনুচ্ছেদ

প্রশ্ন-  বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ নিয়ে অনুচ্ছেদ লেখ

উত্তর-

বাংলা বৈশাখ মাসের প্রথম দিনটি প্রতিটি বাঙালির কাছে বাংলা নববর্ষ দিবস হিসেবে পালন করা হয়। মানুষ পূর্বের বছরে সকল নিরাসা ভুলে নতুন বছরের জন্য আশা রেখে সাদরে আমন্ত্রন জানিয়ে। প্রতিটি বাঙালির কাছে নববর্ষ একটি মহান উৎসবের দিন হিসেবে পালন করে। বাংলা নববর্ষের দিন নতুন করে হালখাতা খোলা হয়, পুরনো বছরের হালখাতা সম্পন্ন করা হয়। নতুন সাজে মেতে উঠে পুরো বাঙালি জাতী। বাজারের দোকান গুলো কে নববর্ষের দিন সুসজ্জিত করা হয়। দোকানে দোকানে বিতরন করা হয় মিস্টি, বাতাসা। সকল মানুষ একত্র হয়ে এ দিন টি উদযাপন করে।

বিভিন্ন মহল্লায়, পাড়ায় বসে বৈশাখি মেলা। সকল ধরনের বাঙালি এ দিনে বিভিন্ন ধরণের শোভা যাত্রা করে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু করা হয় বাংলা নববর্ষের দিন টি। বাংলা নববর্ষের দিন বাঙালির জাতীয় খাবার পান্তা ও ইলিশ খাওয়ার ধুম পরে যায়। সকল ধর্ম ও গোত্রের মানুষ এই সার্বজনিন উৎসবে মেতে উঠে। বাঙালি জাতির এক মাত্র সার্বজনিন উৎসব হলো বাংলা নববর্ষ। রবিদ্রনাথ ঠাকুর বাংলা নববর্ষ নিয়ে কবিতা ও গান রচনা করেছেন , তার একটি কবিতায় এভাবেই বৈশাখ কে বরণ করেছেন,

এসো এসো, এসো হে বৈশাখ

তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষু এর দাও উড়ায়,

বৎসরের আবর্জনা দূর হয়ে যাক।

উপরের অনুচ্ছেদ রচনা টি সকল ক্লাসের জন্য লিখতে পারবেন।

পহেলা বৈশাখ অনুচ্ছেদ for class 10

বাঙালির অসাম্প্রদায়িক একমাত্র উৎসব হলো বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ নিয়ে আসে আমাদের জন্য নতুন আশা উদ্দিপনা। পুরাতন বছরের সকল গ্লানি মুছে নতুন ভাবে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে। পহেলা বৈশাখ কে কেন্দ্র করে গ্রাম, শহর সকলে মেতে উঠে আলাদা এক উৎসবের আমেজে। বিভিন্ন মেলায় আকর্ষন হিসেবে থাকে পুতুল, বাঙালির নাচ, গান ইত্যাদি। শহরে বিভিন্ন ধরণের র‍্যালির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপিত হয়। মঙ্গল শোভাযাত্রা করা হয় অশুভ শক্তিকে দূর করার জন্য। পহেলা বৈশাখ পালন করে আসার মূল উদ্দেশ্য হলো বাঙালি জাতির ঐতিহ্য, সংস্কৃতিকে যেন আমরা ভুলে না যাই। এই দিনে বাঙালি সংস্কৃতির পোষাক পাঞ্জাবি ও শাড়ি পরার মাধ্যমে সংস্কৃত কে তুলে ধরা হয় । কবি বলেছেন,

আসিয়া বৈশাখ, কহে দিয়া ডাক কেন আছো ঘোর

জ্বরা-জীর্ণতা তেজিয়া আজকে খোলোনা  হ্রদয়ের দ্বোর

বাংলা নববর্ষ অনুচ্ছেদ পিডিএফ

আমাদের শেষ কথা

বাংলা নববর্ষ অনুচ্ছেদ রচনায় সকল শ্রেণীর জন্য আমরা অনুচ্ছেদ টি লিখে দিলাম। আরো কিছু যোগ করার প্রয়োজন হলে আমাদের জানাতে ভুলবেন না।

যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য। আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেইজে সবার আগে আমাদের আর্টিকেল পড়তে ফলো করুন আমাদের Google News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *