পদ্মা সেতু বাংলাদেশের অন্যতম অর্জন। পদ্মা সেতু সম্পর্কে অনেক গুলো প্রশ্ন আমাদের অনেকের আছে। গুরুত্বপূর্ণ টপিক গুলো পোষ্টের মধ্যে তুলে ধরব। অনেকেই পদ্মা সেতু সম্পর্কে MCQ
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
পদ্মা সেতু সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ও তার উত্তর নিচে দিয়ে দিলাম। পদ্মা সেতু সম্পর্কে এ সকল প্রশ্ন গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিচে দেখে নিন পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর-
প্রশ্ন– পদ্মা সেতু কত কিলোমিটার?
উত্তর- পদ্মা সেতু বাংলাদেশের বৃহত্তম সেতুর একটি। পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
প্রশ্ন– পদ্মা সেতু কোথায় অবস্থিত?
উত্তর– বাংলাদেশের পদ্মা নদির উপর নির্মিত হয়েছে পদ্মা সেতু। এটি মাওয়া প্রান্ত দিয়ে শুরু হয়েছে।
আরো পড়ুনঃ ফেসবুক আসক্তি থেকে মুক্তির উপায় – ফেসবুকের ক্ষতিকর দিক
প্রশ্ন– পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তর- পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য হলো- ৬.১৫ কিলোমিটার ( ২০,১৮০ ফুট) ও প্রস্থ হলো – ১৮.১৮ মিটার ( ৫৯.৬৫ ফুট)
প্রশ্ন- পদ্মা সেতুর স্পান কতটি?
উত্তর– পদ্মা সেতুতে মোট ৪১ টি স্পান ব্যবহার করা হয়েছে।
প্রশ্ন- পদ্মা সেতুর পিলার কতটি?
উত্তর- পদ্মা সেতুর পিলার সংখ্যা মোট ৪২ টি।
প্রশ্ন-পদ্মা সেতু কি বহন করবে?
উত্তর- পদ্মা সেতু যানবাহন ও ট্রেন বহন করবে।
প্রশ্ন- পদ্মা সেতুর দুই প্রান্তের জেলার নাম কি?
উত্তর- পদ্মা সেতুর দুই প্রান্তের জেলার নাম হলো – মুন্সিগঞ্জের মাওয়া ও শরিয়তপুরের জাজিরা।
আরো পড়ুন- সাইফুরস এর সকল বই এক সাথে – Saifurs All Books PDF
প্রশ্ন- পদ্মা সেতুর নকসা কে করে?
উত্তর- পদ্মা সেতুর নকসা করে AESEOM.
প্রশ্ন-পদ্মা সেতুর নির্মান কাজ কারা করে?
উত্তর- পদ্মা সেতু নির্মান করেন চীনা ইঞ্জিনিয়ার রা। চায়নার মেজর ব্রিজ কোম্পানি পদ্মা ব্রিজ করে।
প্রশ্ন- পদ্মা সেতুর নির্মান কাজ শুরু হয় কবে?
উত্তর- পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরু হয় – ২৬ নভেম্বার ২০১৪ সালে।
প্রশ্ন- পদ্মা সেতু প্রকল্প শেষ হয় কবে?
উত্তর- পদ্মা সেতুর কাজ শেষ হয় – ২৩ জুন ২০২২ সালে।
প্রশ্ন- পদ্মা সেতু উদ্ভোদন করা হয় কবে?
উত্তর- পদ্মা সেতু উদ্ভোদন করা হয় ২৫ জুন ২০২২ সালে।
প্রশ্ন- পদ্মা সেতু কে উদ্ভোদন করেন?
উত্তর- পদ্মা সেতু শেখ হাসিনা মাওয়া ঘাটে টোল প্রদান করে সর্বপ্রথম উদ্ভোদন করেন।
আরো পড়ুন– কিভাবে ফ্রি নেট চালাবো – নতুন নিয়মে ফ্রি ইন্টারনেট নিন সকলেই
প্রশ্ন-পদ্মা সেতুর নির্মান ব্যয় কত?
উত্তর- আনুমানিক পদ্মা সেতুর নির্মান ব্যয় হয়েছে ৩০.১৯৩ কোটি ৩৯ লক্ষ টাকা।
প্রশ্ন- পদ্মা সেতুর স্প্যান এর দৈর্ঘ্য কত?
উত্তর– পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০.১২ মিটার।
প্রশ্ন- পদ্মা সেতুর গভিরতা কত?
উত্তর– পদ্মা সেতুর গভিরতা ১২০ মিটার।
প্রশ্ন- পদ্মা সেতুর লাভ কি?
উত্তর- ধারণা করা হয় পদ্মা সেতু বাংলাদেশের ১.২ শতাংশ জিডিপি বাড়াতে সক্ষম হবে।