Table of Contents
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি – সরকারি ও বেসরকারি ০৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সে ও ৩ বছর মেয়াদি নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ও ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ২০২২-২৩ কোর্সের ভর্তি বিজ্ঞপতি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
ইতিমধ্যেই নার্সিং এর ভর্তি বিজ্ঞপতি দেয়া হয়েছে। নিচে থেকে দেখে নিন সম্পুর্ণ বিজ্ঞপতি-
- অনলাইন আবেদন শুরু : ১৫ মার্চ ২০২৩। সকলা ১০ টা
- অনলাইন আবেদন এর শেষ তারিখ: ১৩ এপ্রিল ২০২৩ রাত ১১ঃ৫৯ মিনিটে।
- আবেদন ফি জমাদানের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২৩ রাত ১১ঃ৫৯ মিনিটে।
- অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড শুরু: ০৯ মে ২০২৩ সকাল ১০ টা থেকে।
- ভর্তি পরিক্ষার তারিখ: ১৯ মে ( সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত)
নার্সিং ভর্তি পরিক্ষার ফি ২০২৩
বিএসসি ইন নার্সিং – ভর্তি ফি ৭০০ টাকা।
ডিপ্লোমা এন্ড সাইন্স মিডওয়াফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াফারি কোর্সের জন্য ফি ৫০০ টাকা। টেলিটক সিম এর মাধ্যমে ফি জমা দিতে হবে।
আরো পড়ুন- সরকারি নার্সিং কলেজের তালিকা – কোন কলেজে কত সিট আছে?
নার্সিং পড়ার যোগ্যতা কি কি লাগে – পড়তে কত টাকা লাগে?
নার্সিং ভর্তি বিজ্ঞপতি ২০২৩ সম্পুর্ণ পিডিএফ দেখতে নার্সিং ওয়েবসাইটে যান- http://www.bnmc.gov.bd
