নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপতি 2022-23 – Notre dame admission

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

নটরডেম কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ – ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নটরডেম কলেজের ভর্তি বিজ্ঞপ্তি। শিক্ষার্থী রা ৭ ডিসেম্বার থেকে ১৪ ডিসেম্বার পর্যন্ত নটরডেম কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি আবেদন করতে পারবে।

ভর্তি সংক্রান্ত যে কোনো ধরনের সহায়তার জন্য নটরডেমের ওয়েবসাইটে সব তথ্য দেয়া রয়েছে। আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে সকল কিছু বিস্তারিত জানা যাবে। অনলাইনে ভর্তি আবেদন এর সময় আবেদন ফি হিসেবে ৩০০ টাকা বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

নিচে থেকে দেখে নিন ভর্তি বিজ্ঞপ্তি টি।

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

নটরডেম কলেজে পড়ার জন্য কি যোগ্যতা লাগবে

বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যম রয়েছে। যদি আপনি বিজ্ঞান বিভাগ এর শিক্ষার্থী হোন তবে জিপিএ ৫ থাকতে হবে। মানবিক বিভাবের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৩.০০ থাকতে হবে। পাশাপাশি ব্যবসা বিভাগ থেকে যারা পড়েছেন তাদের জিপিএ ৪.০০ থাকতে হবে।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগেGPA- ৪.৫০, বিজ্ঞান বিভাগ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA- ৩.৫০

এসএসসি তে যারা বাংলা ভার্সনে পড়াশোনা করেছেন তারা ইংরেজি ভার্সনে কোনোভাবেই আবেদন করতে পারবেন না। ইংরেজি ভার্সনে যারা পড়েছেন তাদের মধ্যে ০ লেভেল এর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। বিস্তারিত আবেদন লিংকে – https://iadmissionbd.net

নটরডেম কলেজে কতটি আসন রয়েছে

নটরডেম কলেজে সবচেয়ে বেশী আসন রয়েছে বাংলা ভার্সনে।

বিজ্ঞান বিভাগ – বাংলা ভার্সনে আসন আছে ১৮০০ টি। ও ইংরেজি ভার্সনে আসন রয়েছে – ৩০০ টি।
মানবিক বিভাগ – মানবিক বিভাগে নটরডেম কলেজে আসন রয়েছে ৪১০ টি।
ব্যবসা বিভাগ– ব্যবসা বিভাগে নটরডেম কলেজে আসন রয়েছে ৭৬০ টি।

নটরডেম কলেজ ভর্তি প্রক্রিয়া

নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য সকল কে লিখিত পরিক্ষায় অংশগ্রহণ কর‍তে হবে। এর পরে এসএসসি তে অর্জন করা জিপিএ গ্রেড অনুযায়ী বিজ্ঞান বিভাগে ২১০০ ও ইংরেজি ভার্সনে ৪০০, মানবিক বিভাগে – ৬০০, ব্যবসা শিক্ষায় ৯০০ জন কে মৌখিক পরিক্ষার জন্য বেছে নেয়া হবে।

লিখিত পড়িক্ষার নাম্বার, মৌখিক পড়িক্ষার নাম্বার,  এসএসসি জিপিএ গ্রেড ইত্যাদি বিবেচনা করার পরে মেধাক্রম অনুযায়ী চুড়ান্তভাবে ভর্তির জন্য মনোনিত করা হবে।

নটরডেম কলেজ হেল্পলাইন নাম্বার

নিচে দেয়া নাম্বার গুলোতে সকাল ৮ঃ৩০ মিনিট থেকে বিকাল ৪ঃ৩০ পর্যন্ত ফোন করে সহায়তা নিতে পারবেন –

  • ০১৯৩৩৩২২৫৩০
  • ০১৯৩৩৩২২৫৩১
  • ০১৯৩৩৩২২৫৩২
  • ০১৯৬৭৬০৭৭৭৭
  • ০১৮৪৭৬০১৬০০ 

নটরডেম কলেজ কি সরকারি না বেসরকারি?

নটরডেম কলেজের ২ টা শাখা রয়েছে।। দুটোই বেসরকারী এখন পর্যন্ত।

নটরডেমে চান্স পেলে ভর্তি ফি কত?

নটরডেম কলেজে ভর্তি ফি ৭ হাজার থেকে ৮ হাজার এর মধ্যে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *