নগদ ১০ টাকা রিচার্জ অফার
নগদ ১০ টাকা রিচার্জ অফার – বাংলাদেশের অন্যতম সেরা একটি মোবাইল ব্যাংকিং সেবার নাম হলো নগদ। নিত্যনতুন অফারের মাধ্যমে গ্রাহকের চাহিদা পূরণ করতে অনেক বেশী এগিয়ে। বর্তমানে তেমনি নগদ একটি অফার নিয়ে এসেছে যা নগদ ১০ টাকা রিচার্জ অফার হিসেবে পরিচিত। আপনি নগদ থেকে যে কোনো পরিমান টাকা রিচার্জ করে জিতে নিতে পারবেন ১০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক।
নগদ ১০ টাকার রিচার্জ অফারে রয়েছে কিছু কন্ডিশন। আপনাকে অবশ্যই ২০ টাকার বেশী নগদ থেকে রিচার্জ করতে হবে। আজকের পোষ্টে আমরা জানাবো, নগদ ইসলামিক এর দেয়া ১০ টাকা ক্যাশব্যাক অফার নিয়ে। কোন কোন সিম এ এই অফার নেয়া যাবে। নগদ ১০ টাকা রিচার্জ অফার কতবার ও কোন সময় নিতে হবে। অফার নেয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলি কি ইত্যাদি সব কিছু থাকছে আজকের পোষ্টে।
আরো পড়ুন- নগদ পিন রিসেট করার নিয়ম – পিন ভুলে গেলে করণীয়
কারা পাবেন নগদ ১০ টাকা ক্যাশব্যাক অফার
নগদ ১০ টাকা রিচার্জ অফার আপনি প্রতিদিন পাবেন না। এখানে অনেক গুলো নিয়ম রয়েছে। নিয়ম অনুযায়ী যদি আপনি রিচার্জ করতে পারেন তাহলে নগদ ১০ টাকা রিচার্জ অফার এর জন্য আপনি মনোনিত হবেন। নিচে নগদ ১০ টাকা রিচার্জ অফার সম্পর্কে বিস্তারিত নিয়ম দিয়ে দিলাম-
- নগদ ইসলামিক গ্রাহক গন যে কোনো অপারেটরের মধ্যে পোষ্ট পেইড বা প্রিপেইড সিমের নাম্বার ২০ টাকার অধিক মোবাইল রিচার্জ করলে পাবেন ১০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক। এ ক্ষেতে আপনার নাম্বার যদি পোষ্টপেইড বা প্রি পেইড না হয় থাকলে অফার পাবেন না।
- এই অফার টি নগদ থেকে নেয়ার জন্য আপনাকে অবশ্যই নগদ এর অফিসিয়াল এপ বা ইউএসডি কোড ডায়াল করার মাধ্যমে মোবাইল রিচার্জ সম্পন্ন করতে হবে।
- এই অফার টি নেয়ার জন্য আপনাকে অবশ্যই সন্ধ্যা ৭ টা থেকে সন্ধ্যা ৮ টার মধ্যে রিচার্জ সম্পন্ন করতে হবে।
- নগদ ১০ টাকা রিচার্জ অফার আপনি প্রতি সপ্তাহে ০৭ দিন নিতে পারবেন না। সপ্তাহে শুধুমাত্র দুই দিন অর্থ্যাৎ রবিবার থেকে শনিবার এর মধ্যে যে কোনো ১ দিন ১ বাদ নিতে পারবেন। এবং প্রতি মাসে ০৪ বার নগদ ১০ টাকা অফার নিতে পারবেন।
- আপনি যদি সকল শর্ত মেনে মোবাইল রিচার্জ সম্পন্ন করেন তাহলে রিচার্জ এর পর মুহুর্তে আপনার ক্যাশব্যাক পেয়ে যাবেন।
- নগদ ১০ টাকা রিচার্জ অফার নেয়ার জন্য আপনার নগদ ইসলামিক একাউন্ট অবশ্যই সক্রিয় থাকতে হবে।
- নগদ ১০ টাকা রিচার্জ অফার চলাকালীন সর্বোচ্চ প্রথম রিচার্জ কারী ১ লক্ষ কাস্টমার এই অফার টি গ্রহন করতে পারবেন।
আমাদের শেষ কথা
প্রায় অনেক দিন পরে নগদ ১০ টাকা রিচার্জ অফার নিয়ে আসলো। আপনারা সকল নিয়ম ভালো করে পড়ে নিয়ে যদি রিচার্জ করেন অবশ্যই আপনিও পাবেন এই অফার। এ ছাড়াও এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন নগদ হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে ১৬১৬৭ ও ০৯৬ ০৯৬ ১৬১৬৭। এতক্ষন ধরে পোষ্ট টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আরো পড়ুন- কিস্তিতে মোবাইল – কিস্তিতে কিভাবে মোবাইল ফোন কিনবেন? 2022