দোকানের সুন্দর নামের তালিকা – ব্যবসা প্রতিষ্ঠানের নাম বাছাই করার উপায়

দোকানের সুন্দর নামের তালিকা

Table of Contents

দোকানের সুন্দর নামের তালিকা – যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নাম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো দোকান অথবা ব্যবসা শুরু করার পূর্বে সেটার সুন্দর একটা নাম রাখা অনেক জরুরি।

দোকান বা ব্যবসার জন্য সুন্দর নাম খুজে বের করাটা অনেক কস্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, আপনি যে নাম টি পছন্দ করেছেন সেটা ইতিমধ্যেই অন্য কেউ ব্যবহার করেছে।

প্রিয় পাঠকবৃন্দ, আপনারা নিশচয়ই নতুন ব্যবসার জন্য দোকানের সুন্দর নামের তালিকা গুলো খুজছেন। আজকের পোস্টে দেখাবো কিভাবে দোকানের জন্য সবচেয়ে সুন্দর ও ইউনিক নাম বাছাই করবেন। আপনি যদি দোকানের সুন্দর নামের তালিকা খুজে থাকেন তবে সম্পুর্ন আর্টিকেল টি পড়ে ফেলুন।

দোকানের সুন্দর নামের তালিকা

দোকানের নাম যত বেশি সুন্দর হবে প্রচারণার ক্ষেত্রেও অত বেশি জনপ্রিয়তা পাবে। ইউনিক নাম রাখলে আপনার দোকানের নামেই একটা ব্রান্ড তৈরি হয়ে যাবে। যদি দেয়া নাম গুলো রাখেন তবে মানুষ গুলিয়ে ফেলবে এই নামে কোন দোকান আছে। তাই দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সুন্দর নাম রাখার আগে যে বিষয় গুলো খেয়াল রাখবেন-

দোকানের সুন্দর নাম রাখার আগে করণীয়

দোকানের সুন্দর নামের তালিকা করার পূর্বে নিচের বিষয় গুলো ভালোভাবে মাথায় রাখবেন-

১- সংক্ষিপ্ত নাম নির্বাচন

দোকানের নাম অবশ্যই চেষ্টা করবেন ছোট করে রাখার। দোকানের নাম বড় হলে পোস্টার ডিজাইনে ঝামেলা মানুষের মনে রাখাও ঝামেলার হয়ে দাঁড়ায়।

২- সুন্দর নাম বাছাই করুন

দোকান বা ব্যবসার নামের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন নাম টি যেন শ্রুতি মধুর হয়। অশ্লিল বা কোনো অর্থ প্রকাশ করে না এমন নাম রাখবেন না। দোকানের নাম টি শুনেই যেন বোঝা যায় আপনার দোকানে আসলে কি পণ্য পাওয়া যায়।

৩- ইউনিক নাম বাছাই করুন

ধরুন, আপনার দোকানের সামনের দোকানের নাম হলো- মাসুদ সার্ভিসিং সেন্টার এখন আপনি যদি নাম দেন – মাসুক সার্ভিসিং সেন্টার তবে নাম গুলো অনেকটা মিল হয়ে যায়। এ ধরণের নাম গুলো কখনোই দিবেন না।
যে নাম গুলো কোনো দোকানে ব্যবহার করা হয়নি সে নাম গুলো বাছাই করতে হবে। সুন্দর নামের পাশাপাশি নামটি যেন ইউনিক হয় মাথায় রাখতে হবে।

১ লাখ টাকায় ব্যবসা – যে 6 টি ব্যবসা করলে বেশী লাভবান হবেন

৪- ট্রেন্ডিং বাক্য ব্যবহার করুন

আপনার দোকানের নামের শেষ অংশে ট্রেন্ডিং নামের বাক্য ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন- (রাইয়ান গ্রোসারি শপ) এই বাক্যে “ রাইয়ান” হলো দোকানেত নাম আর “গ্রোসারি শপ” হলো ট্রেন্ডিং দোকানের নামের অংশ।

৫- নামের সাথে ডোমেইন নাম চেক করুন

বর্তমানের সব কিছু ডিজিটাল ভিত্তিক। আপনার দোকান ব্যবসার প্রসার বাড়াতে অনলাইন ওয়েবসাইট অনেক সাহায্য করবে। আপনার দেয়া নামের সাথে অন্য কেউ পূর্বেই নাম রেখে ওয়েবসাইট ব্যবহার করছে কি না চেক করে নিন। আপনি নেমচিপ এ সার্চ করলে আপনার জন্য কি কি ডোমেইন আছে সেটা দেখতে পারবেন।

৬- ফেসবুক পেজ আছে কি না দেখুন

আপনার নামের সাথে মিল রেখে যদি অন্য কোনো বড় ফেসবুক পেজ থাকে তবে আপনি ভালোভাবে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন না। তাই দোকানের নাম রাখার পূর্বে সেটা চেক করে নিন।

দোকানের সুন্দর নামের তালিকা নির্বাচনের ক্ষেত্রে উপরের এই ৬ টি বিষয় ভালোভাবেই মাথায় রাখবেন। এবার চলুন দেখে নেই দোকান বা ব্যবসার জন্য সুন্দর কিছু নামের আইডিয়া –

অনলাইন দোকানের সুন্দর নামের তালিকা

বর্তমানে অনেকেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন জিনিস ক্রয় ও বিক্রয় করেন। অনলাইনে দোকানের নামের তালিকা দেখে নিন-

  • আমাদের শপ সেন্টার
  • কেনাকাটা.কম
  • আজকের বাজার
  • বিতান স্টোর
  • বই বাজার
  • বই হাট
  • বইয়ের দোকান
  • পণ্য ঘর
  • আপণ ঘর
  • পণ্যের বাজার
  • অনলাইন মার্ট
  • বরিশাল মার্ট
  • ঢাকা মার্ট
  • হালাল পণ্য
  • হালাল বাজার
  • ঘড়ি দোকান
  • বাডির সদায়
  • আইরন শপ
  • শপ জোন বিডি
  • ফুড দোকান বিডি

৫০ হাজার টাকায় ব্যবসা – সেরা লাভজনক ৭ টি ব্যাবসার আইডিয়া 2023

মোবাইল দোকানের সুন্দর নামের তালিকা

অনেকেই আছেন যারা মোবাইল দোকানের জন্য সুন্দর কিছু নাম চান কিন্তু পান না। নিচের কয়েকটি নাম থেকে আইডিয়া নিতে পারেন-

  • মোবাইল হাব
  • রাফি মোবাইল স্টোর
  • মোবাইল গুরু
  • মোবাইল দোকান
  • ফাস্ট মোবাইল শপ
  • মোবাইল বাংলাদেশ
  • ওয়ালটন মোবাইল শপ
  • বাটন মোবাইল ভান্ডার

মোবাইল সার্ভিসিং দোকানের সুন্দর নামের তালিকা

অনেকেই আছেন মোবাইলের সার্ভিসিং দোকানের জন্য সুন্দর নাম খুজেন তারা নিচে দেখুন-

  • মোবাইল ডাক্তার বিডি
  • রাইয়ান সার্ভিসিং সেন্টার
  • মোবাইল রিপেয়ার
  • আওলাদ মোবাইল রিপেয়ার
  • ফিক্স মোবাইল
  • সার্ভিসিং বস
  • মোবাইল ডাক্তার

১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া

পোষাকের দোকানের সুন্দর নামের তালিকা

  • রাফি ফ্যাসন স্টোর
  • নিউ ফ্যাসন হাউজ
  • ফ্যাসন কর্ণার
  • ফ্যাসন বিডি
  • আদিল ফ্যাসন স্টোর
  • রাফি ফ্যাসন হাউজ
  • ট্রেন্ডিং ফ্যাসন শপ
  • স্টাইলিস ফ্যাসন
  • ফ্যাশন ব্রো
  • ইসলামিক ফ্যাসন হাউজ
  • পাঞ্জাবি হাউজ
  • টুপি হাউজ কর্ণার

রেস্টুরেন্ট দোকানের সুন্দর নামের তালিকা

অনেকেই আছেন যারা খাবার দোকানের জন্য সুন্দর নাম খুজে থাকেন তারা চাইলে নিচের নাম গুলো থেকে আইডিয়া নিতে পারেন-

  • আজকের আহার
  • ভোজন প্রিয়
  • খাদক
  • খাদ্য সমাহার
  • চিকেন ফ্রাই
  • ফুড ভান্ডার
  • খানাপিনা হাউজ
  • রান্নাঘর
  • হালাল খাদ্য
  • ক্ষুদা মুক্তি
  • খাবার গৃহ
  • আজকের ক্যাফে
  • গোধুলি ক্যাফে
  • ডিনার হাউজ

মোবাইল ভাইরাস কাটার সফটওয়্যার – সেরা ৫ টি এন্টিভাইরাস

ফার্মেসীর দোকানের সুন্দর নামের তালিকা

অনেকেই আছেন যারা ফার্মেসির জন্য ভালো নাম খুজেন তারা চাইলে নিচের নাম থেকে আইডিয়া নিতে পারেন-

  • তাওহীদ হোমিও হল
  • মায়ের দোয়া ফার্মেসি
  • বাবার দোয়া ফার্মেসি
  • মেডিসিন হাব
  • ঔষধ সেবা
  • রবিউল ফার্মেসি
  • মনির ফার্মেসি
  • হাসান মেডিসিন হল

মুদি দোকানের সুন্দর নামের তালিকা

মুদি দোকানের নামের জন্য নিচের নাম গুলো অনুযায়ী ধারণা নিতে পারবেন-

  • আজকের বাজার ঘর
  • সুমন মুদি স্টোর
  • দোকানদার
  • আজকের সদায়
  • চাল ডাল
  • মুদি ঘর
  • দোকান ঘর

ব্যবসার জন্য সুন্দর নামের তালিকা

ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কয়েকটি সুন্দর নামের তালিকা দেখে নিন-

  • আপন মোহনা
  • রাফি গ্রুপ
  • নয়ন গ্রুপ
  • রাফায়েত গুরপ
  • পদ্মা গ্রুপ
  • গ্রিন সিগনাল গ্রুপ
  • সহনীয় গ্রুপ

চসমার দোকানের সুন্দর নামের তালিকা

  • চসমা বিতান
  • সানগ্লাস স্টোর
  • পাওয়ার চসমা
  • স্টাইলিস সানগ্লাস
  • নয়ন চসমা বিতান

অনলাইনে নতুন দোকান – ব্যবসার নাম বের করার উপায়

অনলাইনে বিভিন্ন ধরণের ওয়েবসাইট আছে যেখান থেকে আপনার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সুন্দর নামের তালিকা বের করতে পারবেন। যদিও এসব টুলস থেকে আপনাকে শুধু ইংরেজি নাম খুজতেই সাহায্য করবেন।

দোকানের সুন্দর নামের তালিকা
দোকানের সুন্দর নামের তালিকা

ওয়েবসাইট গুলোতে যাওয়ার পর আপনার দোকান কোন বিষয়ের উপর সেটা লিখলেই লিস্ট আকারে অনেক নাম শো করা হবে। দোকানের সুন্দর নামের তালিকা জেনারেট করাফ জন্য আপনি শপিফাই, ওভারলো, বিজনেস নেম জেনারেটর ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন।

প্রশ্ন উত্তর সাইট থেকে দোকান – ব্যবসার নাম বের করুন

অনলাইনে অনেক প্রশ্ন উত্তর সাইট রয়েছে। যেখান থেকে আপনি বাংলায় বিভিন্ন দোকানের জন্য নামের আইডিয়া প্রশ্ন করতে পারেন। সেখানে অনেকেই আপনাকে উত্তর দিবে। আপনি চাইলে – কোওরা, বিস্ময় আন্সার ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারেন।

ফেসবুক থেকে নামের আইডিয়া নিন

দোকানের সুন্দর নামের তালিকা বের করার জন্য ফেসবুকের সাহায্য নিতে পারেন। ফেসবুকের বিভিন্ন বিজনেস গ্রুপ গুলোতে পোস্ট করে আপনার দোকানের জন্য সুন্দর একটি নামের আইডিয়া সহজেই পেতে পারেন।

দোকানের নাম রাখার জন্য ভিডিও

আমাদের শেষ কথা

দোকানের সুন্দর নামের তালিকা – আর্টিকেলে যে নাম গুলো দিয়েছি এর সাথে আপনাদের নাম জুড়ে দিয়ে ব্যবহার করুন। পাশাপাশি আপনি আমাদের মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন আপনি কোন ধরণের দোকানের জন্য সুন্দর নাম খুজছেন। মন্তব্য করতে নিচে স্ক্রল করুন, ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *