চুলের যত্ন ও চুল পড়া রোধের কার্যকর উপায়:
আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের কথা বলার মূল টপিক হচ্ছে চুলের যত্ন। আজকে কথা বলবো চুলের যত্ন ও চুল পড়া রোধের কার্যকর উপায় নিয়ে। দৈনন্দিন জীবনে আমরা কিভাবে আমাদের চুলের যত্ন নিতে পারি?
কিভাবে মেইনটেইন করলে চুল পড়া রোধ হবে সেগুলোই আজকে জানবো।
অনেক মা,বোনরাই চুল পড়া নিয়ে অনেক টেনশনে থাকেন। কিভাবে চুলের ঝরে যাওয়া কমাবেন তাই নিয়ে ইউটিউবে, গুগুলে সার্চ করতে থাকেন। ফেইসবুকে বিভিন্ন পেইজগুলোতে রিসার্চ করতে থাকে। না না রকম দামি প্রডাক্ট কিনে চুল ভালো করার জন্য।
অনেকে এইসব নামি দামি প্রডাক্ট কিনে চুলের যত্ন নিলেও সবার পক্ষে এইসব দামি প্রডাক্ট কেনা সম্ভব না। তাই আমারা আজকে নিয়ে এসেছি এমন সব ঘরোয়া টিপস যেগুলো ফলো করে আপনি আপনার চুলের যত্ন করতে পারবে খুবই সহজে। সাথে সাথে খরচও হবে একদম কম।
জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে। তাই আশা করি লেখাটি শেষ পর্যন্ত পড়বেন।
চুলের যত্ন
আমরা অনেকেই চুলের যত্নের বেপারে অনেক উদাসীন থাকি। ঠিক ভাবে যত্ন নেই না। যার কারনে আমাদের চুল রুক্ষ হয়ে যায়। চুলের আগা ফেটে যায়। চুল লালচে হয়ে যায়। আগা ফেটে যায়। চুল ঝরতে শুরু করে। অকালে পেকে যায়।
তাই আমাদের চুলের ব্যাপারে যত্নশীল হতে হবে।
♦নিয়মিত চুল পরিষ্কার করতে হবে– সপ্তাহে অন্তত দু-বার শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিস্কার করতে হবে।
♦চুলে তেল দিতে হবেঃ অনেকে চুলে তেল ছোয়াতেই চায় না যার জন্য চুল রুক্ষ হয়ে যায়। তেল চুলের খাবার। তাই চুল ভালো রাখতে হলে নিয়মিত চুলে তেল দিতে হবে। সপ্তাহে অন্তত একদিন পুরো মাথায় ভালোভাবে তেল দিতে হবে।
গরমে ত্বকের যত্ন ও শরিরের যত্ন নেয়ার টিপস – 2022
♦রাতে ঘুমাতে যাওয়ার আগে চুল বেধে ঘুমাতে হবেঃ অনেকে রাতে চুল ছেড়ে ঘুমায়। এতে বালিশের ঘষায় চুল ড্যামেজ হয়ে যায়। তাই রোজ রাতে শোবার আগে চুল হাল্কা করে বেধে ঘুমাতে যাবেন।
♦চুলের মাস্কঃ প্রতিদিনের ধুলো,মাটি,পলিউশন চুলকে রুক্ষ করে দেয়। তাই সপ্তাহে না হোক প্রতি মাসে অন্তত দু-বার চুলে মাস্ক ব্যবহার করতে হবে। এতে চুল সিল্কি এবং হেলদি থাকবে। টাকা দিয়ে কিনে মাস্ক ব্যবহার করা সম্ভব না হলে কোনো সমস্যা নেই। কারন আপনি বাসায় বানানো মাস্ক ও ব্যবহার করতে পারবেন। যেটার উপকারীতা কেনা মাস্কগুলো থেকে বেশি বলতে কম হবে।
ক্যাস্টর ওয়েল
উপকরনঃ-
ক্যাস্টর ওয়েল।
নারিকেল তেল
প্রস্তুত প্রনালীঃ–
চুলের যত্ন ক্যাস্টর ওয়েল চুলের জন্য অনেক ভালো। ক্যাস্টর ওয়েল নতুন চুল গজায়। চুলকে ঘন ও মজবুদ করে।
একটি বাটিতে এক চা চামচ পরমানে ক্যাস্টর ওয়েল, সাথে যে কোনো কম্পানির এক চা চামচ নারিকেল তেল মিশিয়ে পুরো চুলে লাগিয়ে নিন।
৩/৪ ঘন্টা পরে চুল ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
সবথেকে ভালো ফলাফল পেতে সপ্তাহে একবার ব্যবহার করতে হবে।
ডিম – চুলের যত্ন
উপকরনঃ-
ডিম।
মধু
নারিকেল তেল
লেবু
প্রস্তুত প্রনালীঃ-
ডিমে রয়েছে ক্যারোটি প্রোটিন। যা গোড়া থেকে নতুন চুল গজাতে সাহায্য করে। চুল সিল্কি করে।
একটি ডিম ভেঙ্গে তার সাথে এক চামচ মধু, এক চামচ নারিকেল তেল মিশিয়ে চুলে লাগিয়ে নিন।
ডিমের একটা আস্টে গন্ধ থাকে। সেটা দূর করতে সাথে লেবু মিশিয়ে নিতে পারেন।
২/৩ ঘন্টা পরে চুল ধুয়ে ফেলুন। দেখবেন ইন্সটেন্ট চুল অনেক সিল্কি হয়ে গিয়েছে।
অনেক সুন্দর পোস্ট চুল পড়া বন্ধ করার উপায় সম্পর্কে