একাদশ – দ্বাদশ শ্রেণীর বইয়ের তালিকা – 2023 শিক্ষাবর্ষ অনুযায়ী দেখুন

একাদশ - দ্বাদশ শ্রেণীর বইয়ের তালিকা

একাদশ – দ্বাদশ শ্রেণীর বইয়ের তালিকা

শিক্ষার্থী বন্ধুগন ইতিমধ্যেই আপনাদের এসএসসি পরিক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আগামিতে এইচএসসি ভর্তির জন্য সকলেই এখন অনেক বেশি উদ্বিগ্ন। কোন কলেজ গুলো এইচএসসির জন্য সবচেয়ে ভালো হবে ইত্যাদি নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছেন।

তবে আপনাদের এটাও জানা উচিত আসলে এইচএসসি বা একাদশ – দ্বাদশ শ্রেণীর বইয়ের তালিকা সম্পর্কে। এসএসসির তুলনায় একাদশ শ্রেণীর বইয়ের তালিকা অনেক বেশি। এখানে, বিভাগ অনুযায়ী অনেক গুলো বই আপনাদের পড়তে হবে।

আপনি যে বিভাগেই ভর্তি হোন না কেন আপনার আসলে জানা উচিত কোন বই গুলো আপনাদের রয়েছে। আর আপনি যদি আগে থেকেই বই গুলোর নাম জেনে সেগুলো ক্রয় করে রাখেন আগে থেকেই পড়া শুরু করে দিতে পারবেন।

একাদশ ও দ্বাদশ শ্রেণীর বইয়ের তালিকা

একাদশ শ্রেণীতে বাধ্যতামূলক বই রয়েছে ০৫ টি। এ ছাড়া ব্যবসা, বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এর বই অনেক গুলো রয়েছে। যা নিচে দিয়ে দেয়া হলোঃ-

আরো পড়ুন-

ডিজিটাল মার্কেটিং কি – ডিজিটাল মার্কেটিং কিভাবে করে বিস্তারিত

একাদশ – দ্বাদশ শ্রেনীর বাধ্যতামূলক বইয়ের তালিকা

  • ইংরেজি প্রথম পত্র
  • ইংরেজি দ্বিতীয় পত্র
  • বাংলা প্রথম পত্র
  • বাংলা দ্বিতীয় পত্র
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

একাদশ – দ্বাদশ শ্রেণির ব্যবসায় শাখার বই তালিকা

  • ফাইনান্স – ব্যাংকিং ও বিমা প্রথম পত্র
  • ফাইনান্স – ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র
  • হিসাব বিজ্ঞান প্রথম পত্র
  • হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র
  • ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র
  • ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
  • অর্থনীতি প্রথম পত্র
  • অর্থনীতি দ্বিতীয় পত্র

আরো পড়ুন-

পড়াশোনায় মনোযোগী হওয়া ৫টি উপায়

একাদশ – দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের বই সমূহ তালিকা

  • পদার্থ বিজ্ঞান প্রথম পত্র
  • পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র
  • রসায়ন প্রথম পত্র
  • রসায়ন দ্বিতীয় পত্র
  • গনিত প্রথম পত্র
  • গনিত দ্বিতীয় পত্র
  • জীব বিজ্ঞান প্রথম পত্র
  • জীব বিজ্ঞান দ্বিতীয় পত্র

একাদশ – দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগ এর বইয়ের তালিকা

  • পৌরনীতি প্রথম পত্র
  • পৌরনীতি দ্বিতীয় পত্র
  • মনোবিজ্ঞান প্রথম পত্র
  • মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র
  • অর্থনীতি ১ম পত্র
  • অর্থনীতি ২য় পত্র
  • যুক্তি বিদ্যা ১ম পত্র
  • যুক্তি বিদ্যা ২য় পত্র
  • ভূগোল ১ম পত্র
  • ভূগোল ২য় পত্র
  • সমাজবিজ্ঞান / সমাজকল্যান/ সমাজ বিজ্ঞান/ সমাজরূন্ম/
  • কৃষি শিক্ষা ১ম ও ২য় পত্র ।

আরো পড়ুন-

ছাত্রদের সাফল্যের জন্য যাদের এড়িয়ে চলবেন

এই ছিল একাদশ – দ্বাদশ শ্রেণীর বইয়ের তালিকা ২০২৩।  এখান থেকে দেখে নিন আপনার বিভাগ অনুযায়ী আপনাকে কয়টি বই ক্রয় করতে হবে ও পড়তে হবে।  যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য। আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেইজে। সবার আগে আমাদের আর্টিকেল পড়তে ফলো করুন আমাদের Google News এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *