Table of Contents
আগামীকাল আবহাওয়া কেমন থাকবে – আবহাওয়া আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। আবহাওয়ার বুলেটিনহ গুলো ভালো পর্যবেক্ষণ করেই কেবল আমরা বিভিন্ন ধরণের প্লান করি। অনেকেই সফর এর পূর্বে পরেরদিন আবহাওয়া
আবহাওয়া দেখেই আমাদের দৈনন্দিন কাজের একটি পরিকল্পনা করা হয়। আপনি যদি না জানেন কিভাবে প্রতিদিনের আবহাওয়ার খবর দেখবেন তাহলে আজকের পোষ্ট টি মূলত আপনার জন্য। আগামীকালের আবহাওয়া কেমন থাকবে দেখতে চাই সরাসরি এ ধরণের জিজ্ঞাসা প্রয়শই করা হয়। তাই আজকের পোষ্টে দেখাবো কিভাবে আপনারা আগামীকাল আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিত জানবেন।
আরো পড়ুন-
- কিভাবে ফ্রি নেট চালাবো – নতুন নিয়মে ফ্রি ইন্টারনেট নিন সকলেই
- মৌজা কিভাবে বের করবো – অনলাইনে মৌজা বের করার নিয়ম
- আদার উপকারিতা – আদার ক্ষতিকর দিক গুলো কি কি?
আগামীকাল আবহাওয়া কেমন থাকবে
আগামীকাল আবহাওয়া কেমন থাকবে এটা জানার কয়েকটি মাধ্যম রয়েছে। প্রয়োজন বেধে স্মার্ট ফোনের মাধ্যমে দেখতে পারবেন। যদি মোবাইলের ডাটা ফুরিয়ে যায় তবে ফেসবুকের মাধ্যমেও দেখে নিতে পারবেন। আগামীকাল আবহাওয়া কেমন থাকবে তা জানার ক্ষেত্রে ০৩ টি উপায় অবলম্বন করতে হবে –
- আবহাওয়ার ওয়েবসাইট
- আবহাওয়া এপস
- ফেসবুক পেজ / গ্রুপ
ওয়েবসাইট থেকে জানুন আবহাওয়ার খবর
আগামীকাল আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিত দেখতে পারেন কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে। শুধু তাই নয় আপনি পরবর্তী ০১ মাস আবহাওয়া কেমন থাকবে সেটাও জানতে পারবেন। এর জন্য “Accuweather” ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইট লিংক- https://www.accuweather.com/
এই সাইটে ঢোকার পরে উপরে সার্চ বার দেখতে পাবেন। সেখান থেকে আপনার লোকেসন দিয়ে সার্চ করলে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও আবহাওয়ার সকল খবর জানতে পারবেন। সরাসরি আবহাওয়া খবর দেখার জন্য এই ওয়েবসাইটে যেতে পারেন- https://live.bmd.gov.bd/p/Weather-Forecast
আগামীকাল আবহাওয়া কেমন থাকবে জানুন এপ দিয়ে
বর্তমানে প্রায় সকলের হাতে স্মার্টফোন রয়েছে। স্মার্ট ফোনে এপ এর মাধ্যমে জেনে নিতে পারবেন আগামীকালের আবহাওয়ার খবর। এর জন্য প্লে স্টোর থেকে একটি এপ ইন্সটল করতে হবে। এপ নাম- Weather Forcast এপ লিংক- https://play.google.com/store/apps/details?id=com.graph.weather.forecast.channel
ইন্সটল হয়ে গেলে আপনার মোবাইল ডাটা বা ওয়াইফাই কানেকসন অন করতে হবে। অন করার পর এপ এর পারমিশন গুলো অন করে দিন। এবার আপনার জেলার পরবর্তী দিন গুলোর আবহাওয়া পরিস্কার ভাবে দেখে নিতে পারবেন।
ফেসবুক থেকে জানুন আবহাওয়ার খবর
আমাদের অনেক সময়ে মোবাইলে ডাটা থাকেনা। ফেসবুক যেহেতু ফ্রি মোডে চলে তাই আপনি ফেসবুক থেকেও আবহাওয়ার খবর জানতে পারবেন। এর জন্য আপনাকে কয়েকটি পেজ ফলো করতে হবে। ফেসবুকে বাংলাদেশের সরকারি আবহাওয়ার পেজ আছে ও বেসরকারী ও রয়েছে।
আরো পড়ুন- সকল রোগের ঔষধ কালোজিরার উপকারিতা সম্পর্কে জেনে নিন
আগামীকাল আবহাওয়া কেমন থাকবে বা আবহাওয়ার সার্বক্ষনিক তথ্য জানতে পারবেন ফেসবুক পেজে। পেজ লিংক– https://www.facebook.com/bwotweather.org
এ ছাড়াও ফেসবুকে যদি আপনি সার্চ দিন তাহলে অনেক গুলো পেজ ও গ্রুপ পেয়ে যাবেন যেখান থেকে আবহাওয়া বার্তা সহজেই দেখতে পারবেন।
আরো পড়ুন- দুবাই ভিজিট ভিসা খরচ – কিভাবে দুবাই ভিসা চেক করবেন
আমাদের শেষ কথা
আগামীকাল আবহাওয়া কেমন থাকবে– এটা জানা অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো ধরণের অনুষ্ঠান কিংবা যাত্রার পুর্বে সতর্কতা অনুযায়ী যাত্রা শুরু করা সবচেয়ে নিরাপদ। তাই সব কিছুর পূর্বে সকাল বেলা দেখে নিন আবহাওয়া সম্পর্কে। ধন্যবাদ আর্টিকেল টি পড়ার জন্য।