আকাইদ শব্দের অর্থ কি – আকাইদ কাকে বলে

আকাইদ শব্দের অর্থ কি

আকাইদ শব্দের অর্থ কি

Advertisement
– আকাইদ ইসলামী পাঠ্যপুস্তকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সঠিক আকিদা ছাড়া মহান রাব্বুল আলামীনের দরবারে কোনো দোয়া কবুল হয়না। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার ব্যাপার টাই আকাইদ এর অন্তর্ভুক্ত।

আকাইদ এর উপর জ্ঞান অর্জন করা ফরজ করে দেয়া হয়েছে। আকাইদ এর উপর জ্ঞান অর্জন ঈমান বৃদ্ধি করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক। উত্তম আকিদা ছাড় কোনো ভালো আমল ও মুসলিমের জন্য কোনো কাজে আসবে না।

প্রিয় শিক্ষার্থী গন আমাদের আজকের আর্টিকেলে জানাবো আকাইদ শব্দের অর্থ কি ও আকাইদ কাকে বলে। আকাইদ সম্পর্কে অনেক প্রশ্ন আসে পরিক্ষায় আবার অনেকেই আকিদা সম্পর্কে ভালো ভাবে জানতে চান তাদের জন্য মূলত আর্টিকেল টি।

আকাইদ শব্দের অর্থ কি

আকাইদ একটি আরবী শব্দ যার অর্থ হলো – বন্ধনসমূহ, বিশ্বাসমালা। আকাইদ শব্দটি বহুবচন একবচনে আকিদা বলা হয়।

আকাইদ কাকে বলে

আমরা পূর্বেই জেনেছি আকাইদ শব্দের অর্থ হলো বিশ্বাস মালা। যে বিশ্বাসের মধ্য দিয়ে মানুষের চিন্তা চেতনা, কাজ কর্ম পরিচালিত হয় তাকে আকাইদ বলা হয়। আকিদার গুরুত্ব অপরিসিম। আকিদা সহিহ না হলে কোনো ইবাদত এই কাজে আসবে না। আকিদার বিশুদ্ধতা না থাকলে আমল নিস্ফল হয়ে যায়। সে আমল কোনো কাজেই আসেনা।

আরো পড়ুন- ঈমান কত প্রকার ও কি কি এবং ইহার অর্থ কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *