অনলাইনে শিক্ষা গ্রহণ করার ৫টি অসুবিধা সমূহ জানুন
বিশ্বের উন্নত দেশ গুলোর মতো করোনা মহামারিতে রয়েছে বাংলাদেশে ।
এর আগের প্রতিবেদনে অনলাইনে শিক্ষা গ্রহণ করা সুবিধা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই প্রতিবেদনে অনলাইনে শিক্ষা গ্রহণ করার কয়েকটি অসুবিধা নিয়ে আলোচনা করা হবে।
প্রতিবেদনটি আশা করি আপনার অনেক উপকারে আসবে। আর অনলাইনে শিক্ষা গ্রহণ করার অসুবিধা গুলো জানা আপনার জন্য অনেক জরুলী। আমাদের অনলাইনে শিক্ষা গ্রহণের শুধু সুবিধা গুলেই বেছে নিতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক অনলাইনে শিক্ষ গ্রহণ করার অসুবিধা সমূহ।

আর বর্তমানে অটোপাশের কোনো মূল্য নেই। যদিও পাশ করা যায়। এছাড়াও অটো পশ দিয়ে দিলে শিক্ষার্থীরা সঠিক জ্ঞান অর্জন করতে পারে না। তাই বলা যেতেই পারে অনলাইন শিক্ষা গ্রহণের মান কম। কিন্তু লেখাপড়া ধরে রাখার জন্য এটি কার্যকারী একটি উপায় বলে আমি মনে করি।
অনলাইনে শিক্ষা গ্রহণ করার ৫টি অসুবিধা
১. পড়ার প্রতি আগ্রহ কমে যায়
২. পড়াশোনায় মনোযোগী হওয়া যায় না
৩. দুর্বল ছাত্ররা পড়া বোঝে না
৪. সকলেই শিক্ষা গ্রহণ করতে পারে না
৫. প্রাকটিকেলি সব বিষয় বোঝানো হয় না
অনেকেই অনলাইনে শিক্ষা গ্রহণ করতে গিয়ে এই সমস্যার সম্মুখিন হয়। নিচে এই বিষয় গুলোর সংক্ষেপে কিছু বর্ণনা করা হলো।
১. পড়ার প্রতি আগ্রহ কমে যায়
বর্তমানে অনেক মানুষ অনলাইনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে। অনলাইনের মাধ্যমে শিক্ষা গ্রহণের ফলে কেউ কেউ উপকৃত হচ্ছে আবার কেউ হচ্ছে না।
অনলাইনে শিক্ষা গ্রহণের মাধ্যমে লেখাপড়ার কর্যক্রম টা চালু রাখা যায় কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো যায় না। বরং পড়াশোনার প্রতি আগ্রহ আসতে আসতে কমতে থাকে। আমাদের শিক্ষাবোর্ডকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।
আরো পড়ুন >> অনলাইন ক্লাসের সুবিধা-অসুবিধা
২. পড়াশোনায় মনোযোগী হওয়া যায় না
অনলাইনে শিক্ষা গ্রহণের মাধ্যমে পড়াশোনায় মনোযোগ বাড়ানো যায় না। আপনার কাছে যদি ইন্টারনেট আর স্মার্টফোন থাকে তাহলে পড়াশোনায় কখনো মনোযোগী হতে পারবেন না।
এই দুইটি আপনাকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে দিবে। কেননা আপনার কাছে স্মার্ট ফোন থাকলে পড়াশোনা বাদ দিয়ে মনোযেগটা অন্য দিকে যাবে এটাই স্বাভাবিক। তবে যারা লেখাপড়ায় আগ্রহি তাদের বিষয়টি সম্পূর্ণ আলাদা। বেশিরভাগ ছাত্রছাত্রীই অনলাইনে শিক্ষা গ্রহণ করার মনোযোগী হতে পারে না।
৩. দুর্বল ছাত্ররা পড়া বোঝে না
ভোলো খারাপ স্টুডেন্ট নিয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হয়। নিজ থেকে চেষ্টা করলে সকলেই ভালো ছাত্র হতে পারে। বর্তমানে করোনা ভাইরাসের কারণে লেখাপড়ায় অনেক সমস্যা দেখা দিয়েছে।
অনলাইনে শিক্ষা গ্রহণের ব্যবস্তা চালু করলেও দুর্বল ছাত্রদের জন্য পড়া বোঝা অনেক কঠিন হয়ে যায়। এই সমস্যাটি সমাধান করতে হলে শিক্ষকে একটু মনোযোগী হতে হবে।
৪. সকলেই শিক্ষা গ্রহণ করতে পারে না
Online শিক্ষা গ্রহণ করার আরেকটি উন্নতম সমস্যা হলো সকল শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতে পারে না। মধ্যবিত্য পরিবারের কাছে অনলাইনে শিক্ষা গ্রহণর বিষয় অনেক জটিল হয়ে পড়ে।
কারণ অনলাইনে শিক্ষা গ্রহণ করতে হলে প্রয়োজন ভালো স্মার্ট ফোন, ইন্টারনেট। সাধারণত ইন্টারনেট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ভিডিওতে ইন্টানেটের বেশি প্রয়োজন হয় এটা আমরা সকলেই জানি। তাই মধ্যবিত্য পরিবারের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ইসু।
আরো পড়ুন>> অনলাইনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করার ৬টি অসুবিধা জানুন
৫. প্রাকটিকেলি সব বিষয় বোঝানো হয় না
অনলাইনে স্বাধারণত পড়া দেওয়া নেওয়া আর কিছু প্রয়োজন হলে একটি দুটি বিসয় বোঝানে হয়। যা সকলের জন্য ভালো নাও হতে পারে। পড়ার বিষয়টি প্রাকটিকেলি না বোঝালে বোঝা যায় না।
আর একটি অঙ্ক বা ইংরেজি গ্রামার বুঝলে অনেক গুলো বোঝা যায়। অনলাইনের মাধ্যমে এই বিষয় গুলো প্রাকটিকেলি বোঝানো হয় না।
কিছু পরামর্শ
উপরের এই সমস্যা গুলো ছাড়াও আরো কিছু প্রাথমিক সমস্যা রয়েছে অনলাইনে ক্লাস করার। আমাদের শিক্ষকদের সেই বিষয় গুলোর লক্ষ রাখতে হবে।
আশা করি প্রতিবেদনটি আপনার অনেক উপকারে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটি পরার জন্য আপনাকে অসখ্য ধন্যবাদ। নিয়োমিত পড়াশোনার আপডেট পেতে হলে আমাদের এই ওয়েব সাইটের সাথেই থাকবেন।